২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ
-

সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের তথ্যের আলোকে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মানুষ সাধারণত দুই পায়ে সহজে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু এক পায়ে তা পারে না। কেউ হাইহিল জুতা পরে নরম মাটিতে হাঁটেন, আবার কেউ চ্যাপ্টা তলাওয়ালা জুতা পরেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন।
৩১। নিচের বিবরণগুলো লক্ষ করো :
i) হাইহিল জুতা পরে হাঁটলে জুতা মাটিতে দেবে যাবে
ii) চ্যাপ্টা তলাওয়ালা জুতা পরে হাঁটলে জুতা মাটিতে দেবে যাবে
iii) জুতা মাটিতে দাবা বা না দাবা সব কিছুরই কারণ চাপের তারতম্য
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii, iii
৩২। চ্যাপ্টা তলাওয়ালা জুতা পায়ে পরলে কোনটি ঘটে?
ক) জুতা মাটিতে দেবে যাবে
খ) জুতা মাটিতে দাববে না
গ) পা মাটিকে মসৃণ করবে
ঘ) পা শক্ত হবে
নিচের চিত্র ও তথ্য হতে ৩৩ থেকে ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

চিত্রের পুকুরের দৈর্ঘ্য ২৫m এবং প্রস্থ ১৫ m। এতে 2 m গভীর পানি আছে।
৩৩। পানির ঘনত্ব ১০০০ kgm-3 হলে পানির ভর কত হবে?
ক) 5.7 x 105kg
খ) 5.5 x 107kg
গ) 7.5 x 105kg
ঘ) 6.5 x 105kg
৩৪। পুকুরে আবদ্ধ পানির কোন অংশের ওপর চাপ কোনটির ওপর নির্ভর করে না?
ক) পুকুরের তলদেশের ক্ষেত্রফল
খ) পানির ঘনত্ব
গ) গভীরতা
ঘ) অভিকর্ষজ ত্বরণ
৩৫। পুকুরে আবদ্ধ পানির কোনো অংশের ওপর চাপ প্রয়োগ করলে কী ঘটবে?
ক) পানির ওই অংশের চাপ স্থির থাকে
খ) পানি সব দিকে বৃদ্ধি পায়
গ) চাপ সব দিকে কমে যায়
ঘ) চাপ সব দিকে সমানভাবে সঞ্চারিত হয়
উত্তর : ৩১.গ, ৩২.খ, ৩৩.গ, ৩৪. ক, ৩৫.ঘ।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত রাজনীতিকে দু’ভাগ করা হয়েছে : জি এম কাদের ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা

সকল